Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


বিএসএমএমইউয়ে রোগীদের ভোগান্তি কমাতে অনলাইন এ্যাপয়েন্টমেন্ট চালু

Main Image

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ( বিএসএমএমইউ) বর্হিবিভাগে অনলাইন এ্যাপয়েন্টমেন্ট উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান


রোগীদের ভোগান্তি কমাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ( বিএসএমএমইউ) বর্হিবিভাগে অনলাইন এ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি চালু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে প্রধান অতিথি হিসেবে এটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু করায় এখন থেকে রোগীরা পছন্দমাফিক সময়ে রোগীরা সেবা নিতে পারবেন। এজন্য তাদেরকে বিএসএসএমএমইউর ওয়েবসাইটের অনলাইন এ্যাপয়েন্টমেন্ট অপশন গিয়ে নিজের নাম, বয়স, চিকিৎসার বিভাগ, মোবাইল নম্বর ও এ্যাপয়েন্টমেন্টের সময় উল্লেখ করে সাবমিট দিতে হবে।  

অনুষ্ঠানে কারিগরী বিষয় নিয়ে আলোচনা করেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রি. জে. ডা. রেজাউর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন