Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


শ্যামনগরে ওয়াটার অ্যাম্বুলেন্স চালু

Main Image

সাতক্ষীরার শ্যামনগর উপকূলে ওয়াটার অ্যাম্বুলেন্স উদ্বোধন


সাতক্ষীরার শ্যামনগরে ওয়াটার অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। এরফলে সেখানকার দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পদ্মপুকুরের মানুষের জন্য জরুরি চিকিৎসা সেবা সহজ হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। 

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালী খেয়াঘাটে ওয়াটার অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন পদ্মপুকুরের সাবেক ইউপি চেয়ারম্যান এস এম আতাউর রহমান। এবানডান্স অফ গুড ইংক ইউএসএর অর্থায়নে ও সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যালায়েন্সের বাস্তবায়নে ওয়াটার অ্যাম্বুলেন্সটি চালু হলো। 

জি এম মাসুম বিল্লাহর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম, ইউপি সদস্য জাহানারা খানম, এস এম সাইফুল্লাহ প্রমুখ।

স্থানীয়রা জানান, শ্যামনগর উপজেলা সদর থেকে সড়কপথে বিচ্ছিন্ন দুই ইউনিয়ন পদ্মপুকুর ও গাবুরা। ইউনিয়ন দুটিতে নেই কোন হাসপাতাল। দুর্গম হওয়ায় ইতঃপূর্বে অনেক গর্ভবতী মাকে নৌকাতে বাচ্চা জন্ম দিতে হয়েছে। দুর্গম পথের কারণে হাসপাতালে নেওয়ার পথে  অনেক রোগীর মৃত্যু হয়েছে। উপকূলের মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে ওয়াটার অ্যাম্বুলেন্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তাদের। 

আরও পড়ুন