Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


ডেঙ্গু মোকাবিলায় ডিএনসিসির ওয়ার্ডগুলোতে টাস্কফোর্স গঠন

Main Image

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)


ডেঙ্গু মোকাবিলায় প্রত্যেক ওয়ার্ডে টাস্কফোর্স কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় ডিএনসিসির সচিব মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত অফিস আদেশে কাউন্সিলরদের আহ্বায়ক করে টাস্কফোর্স কমিটি গঠন করা হয়।

বুধবার (২৬ জুলাই) সকালে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনের পাঠানো  সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএনসিসির সব ওয়ার্ডে প্রতি শনিবার ও বুধবার ডেঙ্গু মোকাবিলায় কার্যক্রম গ্রহণ করা হবে। এজন্য সাত সদস্য বিশিষ্ট টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে।

ডিএনসিসির অফিস আদেশে বলা হয়েছে, টাস্কফোর্স কমিটির দায়িত্ব হবে মশার সম্ভাব্য প্রজনন স্থলের তালিকা প্রস্তুত করা, লার্ভা শনাক্ত ও ধ্বংস করা এবং তালিকা প্রস্তুত করা। ডেঙ্গু রোগীর তালিকা প্রস্তুত করা এবং ডেটা এন্ট্রি।

আরও পড়ুন