Advertisement
Doctor TV

রবিবার, ২৭ জুলাই, ২০২৫


ডেঙ্গুতে আট মাসের অন্তঃসত্ত্বা সিনিয়র সহকারী সচিবের মৃত্যু

Main Image

নাজিয়া সুলতানা বিসিএস ৩০তম ব্যাচের কর্মকর্তা ছিলেন।


ডেঙ্গুতে আক্রান্ত না ফেরার দেশে চলে গেলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম নাজিয়া সুলতানা। ৩০তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তা বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিওটিও উইংয়ে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুদিন ধরে বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন।

৩০তম বিসিএসের মেধাবী এই কর্মকর্তা বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় ডব্লিওটিও উইংয়ে কর্মরত ছিলেন। মৃত্যুর আগে আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি।

মেধাবী এই কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এক শোকবার্তায় বাণিজ্যমন্ত্রী ও সিনিয়র সচিব মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বাণিজ্যমন্ত্রী শোকবার্তায় বলেন, নাজিয়া সুলতানা অত্যন্ত মেধাবী ও চৌকস কর্মকর্তা ছিলেন। তিনি তার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার থাকাকালীন অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন। মন্ত্রী আরও বলেন, নাজিয়া সুলতানার অকাল মৃত্যুতে আমরা একজন সৎ ও যোগ্য কর্মকর্তাকে হারালাম।

আরও পড়ুন