Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


ডেঙ্গু নিয়ে জরুরি অবস্থার পরিস্থিতি আসেনি : স্বাস্থ্যমন্ত্রী

Main Image

মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী


রাজধানী ঢাকাসহ দেশব্যাপী এডিস মশাবাহিত ডেঙ্গুর সংক্রমণ বেড়ে গেছে। তবে এখনও জনস্বাস্থ্যবিষয়ক হেলথ ইমারজেন্সি বা জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণার মত পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ঢাকাসহ ৬০ জেলায় ডেঙ্গু রোগী পাওয়া গেছে। তবে, এমন পরিস্থিতি হয়নি যে, হাসপাতালে রোগীদের সিট দিতে পারছি না, ওষুধ দিতে পারছি না।  ডেঙ্গুরোগীর সংখ্যা এখনও নিয়ন্ত্রণে রয়েছে। 

জাহিদ মালেক বলেন, দেশে গত কিছুদিন ধরে ডেঙ্গু সংক্রমণের হার বেড়েছে। ঢাকায় রোগীর সংখ্যা স্থিতিশীল থাকলেও দেশের অন্যান্য অঞ্চলে রোগী বাড়ছে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। সবার সহযোগিতায় দ্রুত এ সঙ্কট কাটিয়ে উঠা সম্ভব বলে জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে মশার কামড় থেকে বাঁচতে হবে। সবাইকে আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বাসাবাড়ির ছাদ, আঙিনায় যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. এ বি এম খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. নিয়াতুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন