শিশুর মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধে করণীয় (ইনসেটে লেখক)
মূত্রনালীর সংক্রমণের সাথে শিশুদের বেড়ে না ওঠা, প্রস্রাবের গন্ডগোল, সেপটিসেমিয়া, রেনাল ফেইলিউর প্রভৃতি ওতপ্রোতভাবে জড়িত। শিশুদের মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধে করণীয়ঃ
* শিশুকে পর্যাপ্ত পানি খেতে দিন।
* শাকসবজি ও আঁশযুক্ত খাবার দিন।
* কোষ্ঠকাঠিন্য পরিহার করুন।
* নিয়মিত ব্যায়াম করতে শেখান।
* শিশুকে ৩-৬ ঘন্টা পরপর ধীরস্থির ভাবে প্রস্রাব করার অভ্যাস গড়ে তুলুন।
* প্রতিবার প্রস্রাব করার পর ২-৩ মিনিট অপেক্ষা করে আবার প্রস্রাব করতে বলুন। একে Double micturation বলে।
* রাতে শোবার আগে অবশ্যই প্রস্রাব করতে বলবেন।
* মেয়েদের মলমূত্র ত্যাগের পর শৌচকার্য করার সময় সামনে থেকে পেছনে হাত, কাপড় বা টয়লেট পেপার চালিয়ে পরিস্কার করতে শেখান।
* প্রস্রাব জনিত যেকোনো জটিলতায় চিকিৎসকের পরামর্শ নিন। এন্টিবায়োটিক নিলে অবশ্যই তার ডোজ পূর্ণ করুন।
আরও পড়ুন