Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


শিশুর মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধে করণীয়

Main Image

শিশুর মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধে করণীয় (ইনসেটে লেখক)


মূত্রনালীর সংক্রমণের সাথে শিশুদের বেড়ে না ওঠা, প্রস্রাবের গন্ডগোল, সেপটিসেমিয়া, রেনাল ফেইলিউর প্রভৃতি ওতপ্রোতভাবে জড়িত। শিশুদের মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধে করণীয়ঃ

* শিশুকে পর্যাপ্ত পানি খেতে দিন।

* শাকসবজি ও আঁশযুক্ত খাবার দিন।

* কোষ্ঠকাঠিন্য পরিহার করুন। 

* নিয়মিত ব্যায়াম করতে শেখান।

* শিশুকে ৩-৬ ঘন্টা পরপর ধীরস্থির ভাবে প্রস্রাব করার অভ্যাস গড়ে তুলুন।

* প্রতিবার প্রস্রাব করার পর ২-৩ মিনিট অপেক্ষা করে আবার প্রস্রাব করতে বলুন। একে Double micturation বলে।

* রাতে শোবার আগে অবশ্যই প্রস্রাব করতে বলবেন।

* মেয়েদের মলমূত্র ত্যাগের পর শৌচকার্য করার সময় সামনে থেকে পেছনে হাত, কাপড় বা টয়লেট পেপার চালিয়ে পরিস্কার করতে শেখান।

* প্রস্রাব জনিত যেকোনো জটিলতায় চিকিৎসকের পরামর্শ নিন। এন্টিবায়োটিক নিলে অবশ্যই তার ডোজ পূর্ণ করুন।

আরও পড়ুন