ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা
গত একদিনে নতুন করে ৭ জন ডেঙ্গুরোগী মারা গেছেন। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১০০ জনে। এই সময়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬২৩ জন। শনিবার (১৫ জুলাই) শেষ বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তির তথ্যমতে, শুক্রবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে আজ শনিবার (১৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ঢাকার বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ১শ’ ৬৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর ঢাকার বাইরে দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন ৪শ' ৫৫ জন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ডেঙ্গুরোগী ভর্তি আছেন ৪ হাজার ৯শ’ ৪৭ জন। এরমধ্যে ঢাকার ৫৩টি হাসপাতালে ৩ হাজার ২শ’ ৩৮ জন ও ঢাকার বাহিরে ১ হাজার ৭শ' ৯ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে শনিবার (১৫ জুলাই) পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ১৯ হাজার ৪শ’ ৫৪ জন। এরমধ্যে ঢাকায় সর্বমোট ভর্তি হওয়া রোগী ১৩ হাজার ১শ’ ৯ জন। দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগী ৬ হাজার ৩শ’ ৪৫ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে শনিবার (১৫ জুলাই) পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৪শ’ ৭ জন। এরমধ্যে ঢাকায় সর্বমোট ছাড়প্রাপ্ত রোগী ৯ হাজার ৭শ’ ৯৩ জন। ঢাকার বাইরে মোট ছাড়প্রাপ্ত রোগী ৪ হাজার ৬শ’ ১৪ জন।
আরও পড়ুন