Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


স্বাস্থ্যের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের নতুন পরিচালক

Main Image

স্বাস্থ্য অধিদপ্তরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের নতুন পরিচালক ডা. মো. হাবিবুল আহসান তালুকদার


স্বাস্থ্য অধিদপ্তরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের পরিচালক পদে পরিবর্তন করা হয়েছে। নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. হাবিবুল আহসান তালুকদার।

১২ জুলাই বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে।

এরআগে, ডা. মো. হাবিবুল আহসান তালুকদার রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে কর্মরত ছিলেন।

প্রজ্ঞাপনের আদেশ অনুযায়ী, বদলি বা পদায়নকৃত কর্মকর্তা ডা. মো. হাবিবুল আহসান তালুকদারকে আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ষষ্ঠ কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। 

আরও পড়ুন