Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ফের ধর্মঘটের ডাক ইংল্যান্ডের জুনিয়র চিকিৎসকদের

Main Image

৩৫ শতাংশ বেতন বৃদ্ধির দাবিতে ফের ধর্মঘট ডেকেছেন ইংল্যান্ডের জুনিয়র চিকিৎসকরা।


৩৫ শতাংশ বেতন বৃদ্ধির দাবিতে ফের ধর্মঘট ডেকেছেন ইংল্যান্ডের জুনিয়র চিকিৎসকরা।স্থানীয় সময় শুক্রবার (১৪ জুলাই) সকাল ৭টা থেকে আগামী মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ৭টা পর্যন্ত টানা ৫ দিন এই ধর্মঘট আহ্বান করা হয়েছে। সূত্র : ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

জুনিয়র চিকিৎসকরা ধর্মঘটে গেলে রোগীদের চিকিৎসাসেবায় ব্যাপক প্রভাব পড়বে বলে জানিয়েছেন দেশটির এনএইচএস প্রধান।  

এদিকে, জুনিয়র চিকিৎসকদের ইউনিয়ন ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন বলছে, স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে বেতন সংক্রান্ত ভালো প্রস্তাব দেয়া হলে ধর্মঘটের পথে যেতেন না চিকিৎসকরা। তবে ইউনিয়নের এই দাবিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী স্টিভ বার্কলে। 

এদিকে জুনিয়রদের ধর্মঘটে শেষ না হতেই ধর্মঘটে যাবেন ইংল্যান্ডের হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা। বেতন বাড়ানোর দাবিতে ২০ জুলাই থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। ২৫ জুলাই থেকে একই পথে হাঁটবেন রেডিওগ্রাফাররা। ফলে ইতিহাসের সবচেয়ে বড় ধর্মঘটের মুখে পড়তে যাচ্ছে দেশটির রাষ্ট্রীয় অর্থায়িত ন্যাশনাল হেলথ সার্ভিস।

এরআগে, চলতি জানুয়ারিতে নার্সরা ধর্মঘট করেন। অ্যাম্বুলেন্স কর্মী, শিক্ষক, বাসচালক, ডাক কর্মীরা ফেব্রুয়ারিতে ধর্মঘট করেছেন। মুদ্রাস্ফীতির কারণে বেতন বাড়ানোর দাবি সবার। 

আরও পড়ুন