বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন (বিএসএম) এর লোগো
সেন্ট্রাল হাসপাতালে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই ডা. মুনা সাহা ও ডা. শাহজাদীকে গ্রেপ্তার করায় এবং সহযোগী অধ্যাপক ডা. মাকসুদা ফরিদা মিলিকে আত্মসমর্পনের নির্দেশ দেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন (বিএসএম)।
রোববার (৯ জুলাই) বিএসএম’র সভাপতি অধ্যাপক ডা. মো. টিটো মিঞা ও মহাসচিব অধ্যাপক ডা. আহমেদুল কবির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিকিৎসকদের সুরক্ষা দিতে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সাথে ঐক্যবদ্ধভাবে ও আন্তঃসোসাইটির মধ্যে সমন্বয় করে একযোগে কাজ করবে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন।
আরও পড়ুন