Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


ভাতা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বিএসএমএমইউ ভিসি

Main Image

বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদে বিএসএমএমইউর গ্রাজুয়েট নার্সিং বিভাগের নবম ব্যাচের র‌্যাগ ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটের বেসরকারি রেসিডেন্ট চিকিৎসকদের ভাতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। 

শনিবার দুপুর ১টায় (৮ জুলাই) পরীবাগে বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদে বিএসএমএমইউর গ্রাজুয়েট নার্সিং বিভাগের নবম ব্যাচের র‌্যাগ ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় এ আশ্বাস দেন তিনি। 

ভিসি অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ নার্সদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের নার্সদের ফিলিপাইন, ভারতের কেরালার মতো হতে হবে। এজন্য রোগীদের সাথে হাসিমুখে ভালো ব্যবহার করাসহ রোগী বেড, রোগীর পালস, শরীরের তাপমাত্রার দিকে খেয়াল রাখার পরামর্শ দেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুন