চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘন্টায় ১৯টি বাচ্চা নরমাল ডেলিভারিতে প্রসব
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘন্টায় ১৯টি বাচ্চা নরমাল ডেলিভারিতে প্রসব করানো হয়। ডক্টর টিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.নুর উদ্দিন।
বর্তমানে সব প্রসূতি ও তাদের নবজাতকেরা সুস্থ আছেন বলে জানান তিনি।
ডা.মো.নুর উদ্দিন আরও বলেন, অল্প সময়ের মধ্যে এতগুলো নরমাল ডেলিভারি সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট ডাক্তার নার্স মিডওয়াইফ সহ সব কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি জানান, সীমিত সুবিধা নিয়েও রোগীদের সুস্বাস্থ্য নিশ্চিতে কাজ করে যাচ্ছেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক-নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।
আরও পড়ুন