Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


সারাদেশে করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন শুরু

Main Image

করোনার টিকা দিতে সারাদেশে বিশেষ  ক্যাম্পেইন চলছে


কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের মাধ্যমে সকলকে অধিক সুরক্ষিত করার লক্ষ্যে ১৮ বছর বা এর চেয়ে অধিক বয়সের সবাইকে টিকা দিতে সারাদেশে বিশেষ  ক্যাম্পেইন চলছে। আজ বুধবার (৫ জুলাই) শুরু হওয়া ক্যাম্পেইন চলবে ১১ জুলাই পর্যন্ত।

ইতোমধ্যে যারা কমপক্ষে ৪ মাস পূর্বে ২য় বা ৩য় ডোজ টিকা গ্রহণ করেছেন চলমান ক্যাম্পেইনে তাদেরকে প্রাপ্যতা অনুযায়ী ৩য় বা ৪র্থ ডোজ ভ্যাকসিন দেয়া হবে। 

ক্যাম্পেইনে অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিন পাবেন- সম্মুখসারীর যোদ্ধা, ৬০ বছরের ঊর্ধ্ব, দীর্ঘ মেয়াদী রোগে আক্রান্ত, স্বল্পরোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জনগোষ্ঠী ও গর্ভবতী নারীরা।

এছাড়া যারা এখনও করোনা ভ্যাকসিনের ১ম ও ২য় ডোজ গ্রহণ করেননি, তারাও চলমান ক্যাম্প থেকে টিকা নিতে পারবেন। পাশাপাশি ৫-১১ বছর বয়সী শিশু এখনও ১ম বা ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেনি তাদেরকে নির্ধারিত কেন্দ্রে প্রাপ্যতা অনুসারে টিকা দেয়া হচ্ছে।

Corona Vaccine Camp

আরও পড়ুন