Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


চাকরি জীবনে কারো ক্ষতি করি নাই : ডা. শহীদ তালুকদার

Main Image

খাগড়াছড়ি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. শহীদ তালুকদারের অবসরজনিত বিদায়


চাকরি জীবনে প্রয়োজনের খাতিরে কঠোর হয়েছি। কিন্তু কখনো কারো ক্ষতি করি নাই। সোমবার (২৬ জুন) নিজের অবসরজনিত বিদায় উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন খাগড়াছড়ি সদর হাসপাতালের সদ্য সাবেক তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. শহীদ তালুকদার। 

সাবেক সহকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারি চাকরিতে বিভিন্ন পদে কাজ করেছি। সবসময় অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছি। জানিনা সেটা কতটুকু পেরেছি।সঠিকভাবে দায়িত্ব পালন করতে গিয়ে চলার পথে চাকরি জীবনে অনেক কিছু শিখতে হয়েছে। আমি শেখার চেষ্টা করেছি। কাজের প্রয়োজনে কঠোরতা অবলম্বন করেছি। এজন্য কাজের প্রথমদিকে অনেকেই ভুল বুঝতেন। সকাল সাড়ে ৮টায় হাসপাতালে এসে বসে থাকতাম। এটা দেখে অনেকেই বিরক্ত হতো। কিন্তু চাকরি জীবনে কখনো কারো ক্ষতি করিনি।  

খাগড়াছড়ি সদর হাসপাতালের নিবেদিত প্রাণ স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করেন ডা. শহীদ তালুকদার। তিনি বলেন, নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে সবাই মিলে  হাসপাতালটাকে গড়ে তুলেছেন। ইতোপূর্বে টিকাদানে খাগড়াছড়ি সদর হাসপাতাল সারাদেশে তৃতীয়স্থান অর্জন করেছে। অচিরেই এইখাতে প্রথমস্থান অর্জন করবে হাসপাতালটি। সবাই মিলে যেভাবে কাজ করছেন, তাতে অচিরেই বাংলাদেশের সেরা হাসপাতালগুলোর মধ্যে জায়গা করে নেবে খাগড়াছড়ি সদর হাসপাতাল।  

আরও পড়ুন