Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬


রোগীদের আর বিদেশ যাওয়ার প্রয়োজন নাই : বিএসএমএমইউ ভিসি

Main Image

শনিবার (২৪ জুন) বিএসএমএমইউয়ের শহীদ ডা. মিলন হলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা


বাংলাদেশের রোগীদের চিকিৎসা সেবার জন্য এখন দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নাই বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। 

শনিবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এরআগে,  ভিসির নেতৃত্বে শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রী, সর্বস্তরের কর্মকর্তা, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, সর্বস্তরের কর্মচারী বি ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ও সি ব্লকের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। 

আলোচনা সভায় ভিসি বলেন, বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশে স্বাস্থ্যখাতের উন্নয়নের যাত্রা শুরু হয়েছিল। তাঁর কন্যা শেখ হাসিনার হাতে এদেশের স্বাস্থ্য সেবাখাত পূর্ণতা পেয়েছে। কিডনী ট্রান্সপ্ল্যান্ট, লিভার ট্রান্সপ্ল্যান্ট, ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্ট, বন্ধ্যাত্ব, জটিল হৃদরোগ, ক্যান্সারসহ সব ধরনের রোগের উন্নত চিকিৎসাসেবা দেশের চিকিৎসকরাই দিচ্ছেন। শিঘ্রই বিএসএমএমইউয়ে রোবটিক সার্জারি চালু হবে বলে জানান তিনি।  

আলোচনা সভায় প্রোভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, মেডিকেল টেকনোলজিস্ট অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. স্বপন কুমার তপাদার, ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ রেজাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন