Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


স্থগিত সেন্ট্রাল হাসপাতালের সংবাদ সম্মেলন, পেছাল তদন্ত প্রতিবেদন

Main Image

সেন্ট্রাল হাসপাতালে মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের তদন্ত প্রতিবেদন জমা চার দিন পিছিয়েছে


রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের তদন্ত প্রতিবেদন জমা চার দিন পিছিয়েছে। একই কারণে বুধবার (২১ জুন) সংবাদ সম্মেলন ডেকে তা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

সেন্ট্রাল হাসপাতালের পরিচালক ডা. এম এ কাশেম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘তদন্ত চলছে। আইনি বাধ্যবাধকতার কারণে তদন্ত শেষ না হলে মন্তব্য করা সমীচীন হবে না। তদন্ত কমিটি আরও সাত দিন সময় চেয়েছে। আমরা চার দিন সময় দিয়েছি। যে কারণে আজকের সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে।’

প্রসূতি মাহাবুবা রহমান আঁখি ও তার গর্ভের সন্তানের মৃত্যুর জন্য সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ তাদের চিকিৎসক অধ্যাপক সংযুক্তা সাহার অবহেলাকে দায়ী করে বিবৃতি দেয়। এরপর মঙ্গলবার (২০ জনু) রাজধানীর পরীবাগের বাসায় সংবাদ সম্মেলন করে নিজের দায় অস্বীকার করেন ডা. সংযুক্তা। তিনি উল্টো তার নাম ব্যবহার করে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়ম করার অভিযোগ করেন। এরপরই সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছিল, যেটি স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন