Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫


শেহামেক মেডিসিন ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

Main Image

শেহামেক মেডিসিন ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত


হবিগঞ্জের অলিপুর শিল্প এলাকার এস এম স্পিনিং মিলস লিমিটেড ও স্টার পোরসেলিন লিমিটেডের প্রায় ৯০০ নারী কর্মীকে নিয়ে নারী ও মাতৃত্বকালীন স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন সেমিনারটি যৌথভাবে আয়োজন করে মেডিসিন ক্লাব শেখ হাসিনা মেডিকেল কলেজ ইউনিট ও এসএমসি এন্টারপ্রাইজ। 

1 (3)

 

কারখানা দুটিতে ৪ সেশনে বক্তব্য রাখেন মেডিসিন ক্লাব শেহামেক ইউনিটের সহ-সাধারণ সম্পাদক ফারজানা আক্তার মুনমুন, সহ-সাধারণ সম্পাদক তাহমিনা ইসলাম আনিকা, অর্থ সম্পাদক তাকিয়া আক্তার হলি ও কার্যনির্বাহী সদস্য ফয়জুন নেসা জুঁই। 

2 (1)

 

সার্বিক তত্ত্বাবধান করেন মেডিসিন ক্লাব শেহামেক ইউনিটের সাধারণ সম্পাদক মো. হাসান আফ্রিদি।  

মেডিসিন ক্লাবের এমন উদ্যোগে এসএমসি ও কারখানা দুটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রশংসা করেন এবং ভবিষ্যতে যেকোনো ধরনের সহায়তার আশ্বাস দেন। 

আরও পড়ুন