Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


সেন্ট্রাল হাসপাতাল মিথ্যাচার করেছে: ডা. সংযুক্তা সাহা

Main Image

অধ্যাপক ডা. সংযুক্ত সাহা


নবজাতকসহ মাহবুবা রহমান আঁখির মৃত্যুর ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন সেন্ট্রাল হাসপাতালের অধ্যাপক ডা. সংযুক্তা সাহা আঁখি। তিনি দাবি করেছেন, ভর্তির আগে সংশ্লিষ্ট চিকিৎসকের সম্মতি নিতে হয়। কিন্তু মাহবুবা রহমান আঁখি আমার কাছ থেকে কোনো ধরনের সম্মতি নেননি।

মঙ্গলবার (২০ জুন) রাজধানীর পরীবাগের বাসায় এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন ডা. সংযুক্তা সাহা।

তিনি দাবি করেন, নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ আমার নাম ব্যবহার করে অনিয়ম করেছে। বিশ্বাস করেন, সেন্ট্রাল হাসপাতাল আমার নাম ব্যবহার করে অনিয়ম করেছে। তারা এমন অনিয়ম করবে, আমি ভাবতেও পারিনি।

ডা. সংযুক্তা বলেন, ‘আঁখি যখন হাসপাতালে, তখন আমি দেশে ছিলাম না। আমার কাছে টিকিট ও বোর্ডিং পাস আছে। আমি ভিডিও কলেও অপারেশন মনিটরিং করিনি। সব মিথ্যা। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আমার উপস্থিতি নিয়ে মিথ্যাচার করেছে।’

তিনি বলেন, ‘আঁখি আমার রোগী ছিলেন না। তিনি কুমিল্লার একটি স্থানীয় হাসপাতালে ডাক্তার দেখিয়েছেন। এ বছরের মার্চে তিনি দু’বার সেন্ট্রালে এসে আমাকে দেখিয়েছিলেন। নিয়মিত রোগী হতে হলে একজন গর্ভবতীর গর্ভাবস্থার শুরুতে প্রতি মাসে একবার এবং শেষের দিকে দুই সপ্তাহে একবার দেখাতে হয়। আঁখি আমার নিয়মিত রোগী ছিলেন না।’

ডা. সংযুক্তা বলেন, ‘আমি আঁখি এবং তার সন্তানের জন্য শোক প্রকাশ করছি। তাদের বিদেহী আত্মার রুহের মাগফেরাত কামনা করছি। নবজাতকের পিতা মো. ইয়াকুব আলী এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আমাদের সবার জন্যই এই অবহেলাজনিত মৃত্যু কাম্য নয়। আসুন আমরা এই সমস্যাটি এড়িয়ে না গিয়ে প্রকৃত দোষীকে খুঁজে বের করি।’

তিনি বলেন, ‘স্বার্থান্বেষী মহল প্রকৃত ঘটনাটি ধামাচাপা দিতে চাইছে এবং নিজেদের দোষ আড়াল করার জন্য সব রকম পন্থা অবলম্বন করছে। মিথ্যা তথ্য দিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করতে সদা ব্যস্ত আছেন। তাদের খুঁজে বের করা উচিত।’

ডা. সংযুক্তা বলেন, ‘আমিও একজন সন্তানের মা, আমি একজন চিকিৎসক। আমি এদেশেরই লোক। দেশ এবং সমাজের প্রতি আমার যে দায়বদ্ধতা, সেখান থেকেই আমি মিডিয়ার সামনে সঠিক তথ্যটা তুলে ধরতে চাই।’

তিনি বলেন, ‘সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ আমার উপস্থিতির ব্যাপারে মিথ্যা বিবৃতি দিয়ে বলেছে, আমি দেশে আছি। হাসপাতালের পক্ষ থেকে এ ধরনের সদাচারণ ও অপরাধমূলক পদক্ষেপ আমার সুনামকে পুঁজি করে কিছু আর্থিক লাভের জন্য করা হয়েছে। তারা বেআইনিভাবে রোগীর জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে ও সবাইকে বিভ্রান্ত করেছে।’

ডা. সংযুক্তা বলেন, ‘আমি ২০০৭ সাল থেকে হাসপাতালের কনসালটেন্ট হিসেবে আছি। এ ঘটনার আগ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আমি ছিলাম তাদের গর্ব। কিন্তু এখন তারা নিজেদের অবহেলার দায় এড়াতে বিভ্রান্তি ছড়াতে আমারর সুনামকে ব্যবহার করছে। আমি হাসপাতাল কর্তৃপক্ষের অনিয়মের সাম্রাজ্য রক্ষার স্বার্থে সহজ লক্ষ্যে পরিণত হয়ে গেছি।’

তিনি আরও বলেন, ‘সেন্ট্রাল হাসপাতালের অনিয়মের সাম্রাজ্যের বিরুদ্ধে আজও আমরা রুখে না দাঁড়ালে, আমাদের চিকিৎসা ব্যবস্থার যে উন্নতি, তা মনে করি থমকে যাবে।’

আরও পড়ুন