Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


কফিনে শ্বাস নেওয়া সেই ‘মৃত’ নারী মারা গেছেন

Main Image

বেলা মনতোয়াকে এর আগে ভুলবশত মৃত ঘোষণা করেছিলেন চিকিৎসকেরা।


সাত দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকার পর অবশেষে মারা গেছেন কফিনে শ্বাস নেওয়া ইকুয়েডরে বেলা মনতোয়া (৭৬) নামে সেই ‘মৃত’ নারী।

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হওয়া এই নারীকে এর আগে ভুলবশত মৃত ঘোষণা করেছিলেন চিকিৎসকেরা। তবে শেষমেশ তিনি মারা গেছেন বলে আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

ইকুয়েডরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাত দিন নিবিড় পর্যবেক্ষণে থাকার পর বেলা স্ট্রোক করেন। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, বেলা হাসপাতালে থাকাকালীন স্থায়ী নজরদারির অধীনে ছিলেন।

স্থানীয় এক পত্রিকায় বেলার সন্তান গিলবার্ট বারবেরা বলেন, এবার আমার মা মারা গেছেন। আমার জীবন আর আগের মতো থাকবে না।

এর আগে গত ৯ জুন বেলাকে ভুলবশত মৃত ঘোষণা করলে তাকে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। এরপর সমাধিস্থ করার আগে স্বজনরা বেলা মনতোয়ার কাপড় বদলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

হঠাৎ তারা দেখতে পান, কফিনের মধ্যে জোরে জোরে শ্বাস নিচ্ছেন বেলা মনতোয়া। কফিনের ঢাকনা খোলা থাকলেও পর্যাপ্ত অক্সিজেনের অভাবে শ্বাসকষ্ট হচ্ছে তার। সঙ্গে সঙ্গে মনতোয়াকে কফিন থেকে বের করে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন