Ad
Advertisement
Doctor TV

শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬


২ চিকিৎসকের মুক্তি দাবি স্বাচিপের

Main Image

সেন্ট্রাল হাসপাতালের গ্রেপ্তারকৃত ২ চিকিৎসকের অবিলম্বে মুক্তি দাবি করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)


সেন্ট্রাল হাসপাতালের গ্রেপ্তারকৃত ২ চিকিৎসকের অবিলম্বে মুক্তি দাবি করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। শনিবার স্বাচিপ সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব ডা. কামরুল হাসান মিলন এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। 

শুধু অভিযোগের ভিত্তিতে দুই চিকিৎসককে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন চিকিৎসক নেতারা।

বিবৃতিতে তারা বলেন, বিনা তদন্তে চিকিৎসকদের গ্রেপ্তার করতে থাকলে চিকিৎসক সমাজ রোগীদের চিকিৎসা দিতে নিরুৎসাহিত হবেন। তাতে সাধারণ মানুষের নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবা ব্যাহত হতে পারে। 

সংশ্লিষ্ট সকলকে সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলার অনুরোধ জানান স্বাচিপ নেতারা।  

SWACHIP

আরও পড়ুন