Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


রেসিডেন্টদের সংবাদ সম্মেলন শনিবার

Main Image

ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠন প্রাইভেট পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের পক্ষ থেকে আগামীকাল শনিবার (১৭ জুন) ফের সংবাদ সম্মেলন ডাকা হয়েছে


ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠন প্রাইভেট পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের পক্ষ থেকে আগামীকাল শনিবার (১৭ জুন) ফের সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এদিন বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সংবাদ সম্মেলন থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। শুক্রবার (১৬ জুন) বিকেলে ডক্টর টিভিকে এ তথ্য জানিয়েছেন সংগঠনের অন্যতম মূখপাত্র ডা. তানভীর।  

তিনি আরও জানান, নায্য দাবিতে আন্দোলন করায় আমাদের নামে বিভিন্ন মহল থেকে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। সংবাদ সম্মেলন থেকে তার প্রতিবাদ জানানো হবে। সকল অন্যায় আর মিথ্যাচারের জবাব দেওয়া হবে। 

মাসিক ভাতা ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজারে উন্নীত করাসহ ঘোষিত ৩টি দাবি অবিলম্বে মেনে নিতে কর্তৃপক্ষকে আহ্বান জানান তিনি। 

আরও পড়ুন