Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


রক্ত দিলে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা

Main Image

রক্তাদানে সদকায় জারিয়া পাওয়া যায়


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, রক্তদানে ক্ষতি নয় বরং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

বুধবার (১৪ জুন) বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ভিসি বলেন, ‘রক্তাদানে সদকায় জারিয়া পাওয়া যায়। এর মাধ্যমে মানব সম্প্রদায়কে বাঁচানো যায়। এটা একটি মহৎ কাজ। রক্তদানে মানুষ সুস্থ থাকে। রক্ত দেওয়া অত্যন্ত সম্মানের বিষয়। ১৮ বছর থেকে ৬০ বছরের মধ্যে আমারা সবাই যেনো রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাতে অবদান রাখি।’

ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের জন্য আরও জায়গা বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সব সময় রক্ত সঞ্চালন বিভাগ নিয়ে গর্ব করে। রক্ত সঞ্চালন বিভাগটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৮ অক্টোবর নিজে উদ্বোধন করেন। রক্ত সঞ্চালন বিভাগটি ইতিহাসের অংশ।

আরও পড়ুন