Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ডা. বিদ্যুৎ বড়ুয়াসহ ৩ জনের মাঝে শুদ্ধাচার পুরস্কার বিতরণ

Main Image

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়াসহ ৩ কর্মকর্ত-কর্মচারীর মাঝে শুদ্ধাচার পুরস্কার বিতরণ


চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়াসহ ৩ কর্মকর্তা-কর্মচারীর মাঝে শুদ্ধাচার পুরস্কার বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো.ইসমাইল খান এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ২০২২-২০২৩ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার’ প্রাপ্তদের মাঝে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট বিতরণ করেন। 

এসময়  বিভিন্ন অনুষদের ডীন ও বিভাগীয় প্রধানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ভিন্ন ভিন্ন গ্রেডে শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন- বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট রাজ্জাকুল হায়দার চৌধুরী ও অফিস সহায়ক মো. মোজাহিদুল আলম।

354046453_792955792197166_3715305192596702195_n

শুদ্ধাচার পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া ডক্টর টিভিকে জানান, কর্মক্ষেত্রে কাজের স্বীকৃতি দায়িত্ববোধকে আরো বাড়িয়ে দেয়। এই অর্জন বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি সদস্যের। কর্মক্ষেত্রে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের ভিসি, সকল ডীন, বিভাগীয় প্রধানসহ সকলের প্রতি বিশেষ ধন্যবাদ জানান তিনি। 

আরও পড়ুন