Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর হচ্ছে কোভিড হাসপাতাল

Main Image

কোভিড হাসপাতালকে সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে


রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতাল নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। 

তিনি বলেন, মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালকে দ্রুত সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে।

সোমবার সচিবালয়ে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জাহিদ মালেক আরও বলেন, ১৩২টি হাসপাতালকে ইনস্টিটিউশনাল প্র্যাক্টিসের আওতায় আনা হচ্ছে। ইনস্টিটিউশনাল প্র্যাক্টিসের মাধ্যমে গত দুই মাসে ১২ হাজার রোগী চিকিৎসা নিয়েছেন আর ৭২৫ জনের সার্জারি হয়েছে।

সারা দেশে পর্যায়ক্রমে ইনস্টিটিউশনাল প্র্যাক্টিস সেবা চালু করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন