Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


দাগবিহীন থাইরয়েড অপারেশনের স্বীকৃতি পেল বাংলাদেশ

Main Image

কনফারেন্সে অংশ নেওয়া ডা. মাহবুব আলম ও ডা. অনুঅং অনকুন।


দাগবিহীন থাইরয়েড অপারেশনকারী দেশের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ৫ম আন্তর্জাতিক থাইরয়েড নোটস (ন্যাচারাল অরিফিস থাইরয়েড এন্ডোস্কোপিক সার্জারি) কনফারেন্সে এ স্বীকৃতি পায় বাংলাদেশ।

ব্যাংককের পুলিশ জেনারেল হাসপাতালের প্রখ্যাত সার্জন লেফটেন্যান্ট কর্নেল ডা. অনুঅং অনকুন গত ৯ জুন এই স্বীকৃতি দেন।

বিশ্বের উন্নত ৪৪টি দেশে এই অপারেশন নিয়মিত হলেও বাংলাদেশে আগে এ পদ্ধতিতে অপারেশন হতো না। উন্নত প্রযুক্তির এই অপারেশনে বিশেষত কিছু যন্ত্রপাতি এবং খরচ সাধারণ অপারেশনের চাইতে সামান্য বেশি।

উল্লেখ্য গত বছর নভেম্বর মাসে নাক কান গলা রোগ বিশেষজ্ঞ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডা. মাহবুব আলম বাংলাদেশে প্রথম দাগহীন অপারেশন শুরু করেন।

দাগবিহীন থাইরয়েড অপারেশনে বাইরে কাটা ছেঁড়ার কোনো দাগ থাকে না। ঠোঁটের নিচে ছিদ্র করে অপারেশন করা হয়। রোগীকে কম ক্ষত করে থাইরয়েড অপারেশনে ব্যথাও কম থাকে। এতে হাসপাতালে কম দিন থাকার পাশাপাশি রোগীর কণ্ঠস্বরও ভালো থাকে।

আরও পড়ুন