Ad
Advertisement
Doctor TV

রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫


ডেঙ্গুতে মৃত্যুর প্রধান কারণ জানালেন স্বাস্থ্যের ডিজি

Main Image

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম


চলতি বছরে এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে ২১ জন মারা গেছেন। তাদের মৃত্যুর প্রধান কারণ ডেঙ্গু হেমোরেজিক এবং শক সিন্ড্রোম বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি)) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

শনিবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত অনলাইন ব্রিফিংয়ে একথা জানান তিনি।

ডিজি বলেন, অন্যান্য বছর বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিলেও এ বছর শীত ও গ্রীষ্মে হাসপাতালে রোগীর ভিড় দেখা যাচ্ছে। তবে পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ পুরোপুরি প্রস্তুত বলে আশ্বাস দেন তিনি।

ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম জানান, করোনা রোগীদের জন্য নির্ধারিত ডিএনসিসি হাসপাতাল ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। ডেঙ্গুর ভয়াবহতা থেকে বাঁচতে দেশবাসীকে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, একটা অভিযোগ রয়েছে- হাসপাতালে ভর্তি অনেক ডেঙ্গু রোগী মশারির ভেতরে থাকতে চান না। এতে চিকিৎসক-নার্সসহ অন্য রোগে আক্রান্তদের ঝুঁকি বাড়ছে। সবাইকে নিয়ম মেনে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি।

এক প্রশ্নের জবাবে ডিজি বলেন, ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সরকারি হাসপাতালে ১০০ এবং বেসরকারিতে ৩০০ টাকা নির্ধারণ করে দেওয়া আছে। কেউ বেশি নিলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে অধিদপ্তর।

আরও পড়ুন