Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


৩ দাবিতে স্মারকলিপি দেবেন বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা

Main Image

৩ দাবিতে স্মারকলিপি দেবেন বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা


৩ দফা দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন  প্রাইভেট পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ হাবিবুর রহমান সোহাগ।


দেশের সর্বস্তরে সুচিকিৎসা নিশ্চিত করতে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে ন্যায্য ভাতার দাবিতে দেশের পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ডক্টরদের পক্ষ থেকে ৩টি দাবি জানানো হয়েছে। দাবি ৩টি হল: 


১. বিএসএমএমইউ ও বিসিপিএস এর অধিভুক্ত সকল পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ডাক্তারদের মাসিক ভাতা ৫০ হাজার টাকা করতে হবে। 


২. নিয়মিতভাবে মাসিক ভাতা দিতে হবে। 


৩. সকল ট্রেইনি ডাক্তারদের বকেয়া ভাতা দ্রুত সময়ে পরিশোধ করতে হবে। 


স্মারকলিপিতে আরও বলা হয়েছে, উচ্চশিক্ষা আমাদের অধিকার। দেশের চিকিৎসার উন্নয়নে পোস্টগ্রাজুয়েট ডক্টরদের বিকল্প নেই। তাই, যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ উপর্যুক্ত দাবির প্রেক্ষিতে অবিলম্ব দৃশ্যমান পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। 

আরও পড়ুন