Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


সিলেটে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১৪

Main Image

সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ


সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৭ জুন) ভোর সাড়ে ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৯ জনের নাম জানা গেছে। তারা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের হারিছ মিয়া (৫০), সৌরভ (২৫), সাধু মিয়া (৪০), তায়েফ নুর (৪৫), সাগর (১৮), রশিদ মিয়া (৪০), দুলাল মিয়া (৫৫), বাদশা মিয়া (৪৫) ও সুনামগঞ্জ সদর উপজেলার ওয়াহিদ আলী (৪০)।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামশুদ্দোহা জানান, পিকআপ ভ্যানটি ২০ থেকে ২২ জনকে নিয়ে তাজপুরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। তবে ট্রাকের চালক আহতাবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন