Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


বিয়ের রাতেই হার্ট অ্যাটাকে নবদম্পতির মৃত্যু

Main Image

ময়নাতদন্ত বলছে তারা দুজনই হার্ট অ্যাটাকে মারা গেছেন।


ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বলরামপুরে বিয়ের পরদিন শয়নকক্ষ থেকে প্রতাপ যাদব (২৪) ও পুষ্পা যাদব (২২) নামে  নবদম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তারা দুজনই হার্ট অ্যাটাকে মারা গেছেন।

বলরামপুরের পুলিশ সুপার প্রশান্ত ভার্মা জানান, প্রতাপ ও পুষ্পার মৃত্যুর কারণ জানতে কক্ষটিতে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল তদন্ত চালিয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তারা দুজনই হার্ট অ্যাটাকে মারা গেছেন। খবর হিন্দুস্তান টাইমসের

এ বিষয়ে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ দম্পতির আগে থেকে কোনো অসুস্থতা ছিল না। তাদের জোর করে কক্ষে ঢোকানোর কোনো আলামত কিংবা তাদের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

গত সপ্তাহের মঙ্গলবার রাতে ২৪ বছর বয়সী প্রতাপ যাদবের সঙ্গে ২২ বছর বয়সী পুষ্পা যাদবের বিয়ে হয়। পরে বুধবার উত্তর প্রদেশের বাহরাইচে তাদের বাড়িতে ফেরেন। বিয়েপরবর্তী আচার-অনুষ্ঠানের পর রাতে তারা ঘুমাতে যান। পরদিন বৃহস্পতিবার সকালে শয়নকক্ষ থেকে এই দম্পতির মৃতদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন