Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


স্কুলে বিষক্রিয়া, হাসপাতালে ৬০ আফগান ছাত্রী

Main Image

কিছু অজ্ঞাত লোক বিদ্যালয়ে প্রবেশ করে ক্লাসে বিষ প্রয়োগ করে।


স্কুলে বিষক্রিয়ার শিকার হওয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রায় ৬০ জন আফগান স্কুলছাত্রীকে। আফগানিস্তানের উত্তরাঞ্চলে সার-ই পোল প্রদেশের একটি বালিকা বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে।

সোমবার (৫ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, স্কুলে বিষক্রিয়ার শিকার হওয়ার পর প্রায় ৬০ আফগান মেয়ে শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দেশটির পুলিশ সোমবার জানিয়েছে।

সার-ই-পোল প্রদেশের পুলিশের মুখপাত্র দ্বীন মোহাম্মদ নাজারি জানান, ‘কিছু অজ্ঞাত লোক সানচারাক জেলার একটি বালিকা বিদ্যালয়ে প্রবেশ করে ক্লাসে বিষ প্রয়োগ করে। পরে যখন মেয়েরা ক্লাসে আসে তখন তারা বিষক্রিয়ার শিকার হয়।

মেয়েদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা ভালো অবস্থায় আছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানান নাজারি।

আরও পড়ুন