Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ট্রাকচাপায় পল্লী চিকিৎসকের মৃত্যু

Main Image

৫ জুন রাতে লক্ষ্মীপুরহাট এলাকায় এ ঘটনা ঘটে।


গাইবান্ধা সদর উপজেলায় ট্রাকচাপায় হাসানুর রহমান (৪২) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। নিহত তিনি সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের নিজাম খাঁ গ্রামের আবুল কাশেম মাস্টারের ছেলে।

রোববার (৫ জুন) রাতে উপজেলার লক্ষ্মীপুরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হাসানুর রহমান আরেকজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হাসানুর রহমানের মৃত্যু হয়। গুরুতর আহত হন তার সঙ্গে থাকা ব্যক্তি। এ সময় আশপাশের লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন