Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ধানমন্ডি লেকে ভাসছিল শিশুর লাশ

Main Image

ধানমন্ডির লেক থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ


রাজধানীর ধানমন্ডির লেক থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ধানমন্ডি থানার এসআই আব্দুল্লাহ বিন কাসেম।

তিনি বলেন, সকালে খবর পেয়ে ধানমন্ডি ৭ নম্বর রোডের পাশে লেকে ভাসমান অবস্থায় একটি শিশুকে দেখতে পাই। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে ওই শিশুর লাশ উদ্ধার করে।

এসআই বলেন, ময়নাতদন্তের জন্য শিশুর লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটির পরিচয় জানার চেষ্টা চলছে।

পুলিশের ধারণা গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।

আরও পড়ুন