Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ডা. আফসারুল আমিনের ৩টি জানাযা শেষে রাতে দাফন

Main Image

ডা. আফছারুল আমীন এমপি


সদ্য প্রয়াত চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীনের ৩টি নামাজে জানাযা শেষে দাফন করা হবে। তাঁর পারিবারিকসূত্রে এ তথ্য জানা গেছে।

ডা. আফছারুল আমীনের প্রথম জানাযা অনুষ্ঠিত হবে আজ শনিবার (৩মে) সকাল ১০ টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

এরপর তার লাশ নেয়া হবে চট্টগ্রামে। আছর নামাজের পর তার দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ্ প্রাঙ্গনে। চট্টগ্রামের দক্ষিণ কাট্টলী ফজলুল হাজেরা কলেজ প্রাঙ্গনে বাদে এশা তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মো. হোসেন চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে  দাফন করা হবে।

শুক্রবার (২জুন) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ডা. আফছারুল আমীন এমপি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

২০২০ সালের জানুয়ারিতে তার ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। প্রথমে তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা নেন। এরপর দেশে নিয়মিত চিকিৎসা নিতেন। 

চট্টগ্রাম জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্রথম কমিটির নির্বাচিত সভাপতি ছিলেন সদ্য প্রয়াত ডা. আফছারুল আমিন।

ডা. আফছারুল আমীন ও ডা. কামরুন্নেছা দম্পতির জ্যেষ্ঠ সন্তান ফয়সাল আমিন উচ্চশিক্ষা শেষ করে ব্যবসায় নিজের ক্যারিয়ার দাঁড় করাচ্ছেন। ছোট ছেলে ডা. মাহিদ বিন আমিন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় সহকারী রেজিস্ট্রার। 

আরও পড়ুন