রাজধানীর মহাখালীতে নির্মাণাধীন এক্সপ্রেসওয়ে থেকে পড়া রড মাথায় গেঁথে এক কিশোরের মৃত্যু হয়
রাজধানীর মহাখালীতে নির্মাণাধীন এক্সপ্রেসওয়ে থেকে পড়া রড মাথায় গেঁথে কিশোরের মৃত্যুর ঘটনায় প্রকল্পের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, ওই কিশোরের মৃত্যুর ঘটনায় সোমবার রাতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সহকারী ব্যবস্থাপক হাসিব হাসান মামলা করেন। পরে আসামি প্রকল্পের কর্মী মো. হাসানকে গ্রেপ্তার করা হয়। ওই কিশোরের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি, তার কোনো স্বজনও আসেনি। হাসানের অবহেলায় শিশুটির মৃত্যু হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এদিকে, এক্সপ্রেসওয়ের কয়েকজন কর্মী বলছেন, হাসান চুরির জন্য চার ফুটের দুটি ফুট রড নিচে ফেললে তার একটি ওই কিশোরের মাথা এফোঁড়-ওফোঁড় করে দেয়।
সোমবার সকালে মহাখালী রেলগেটের কাছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে পড়া একটি রড ওই কিশোরের মাথায় ঢুকে যায়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন