Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


বগুড়ায় অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

Main Image

ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর


বগুড়ায় অনুমোদন না নিয়ে কার্যক্রম চালানোয় ‘হেনা সিটি স্ক্যান’ নামের এক ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

সোমবার (২৯ মে) সংস্থাটির বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

ইফতেখারুল আলম রিজভী জানান, স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়াই শহরতলীর ছিলিমপুর এলাকায় বগুড়া শজিমেক হাসপাতালের সামনে হেনা সিটি স্ক্যান নামে একটি ডায়াগনস্টিক সেন্টার খোলা হয়। গোপনে খবর পেয়ে সোমবার দুপুরে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটি কোনো বৈধ সনদ অথবা অনুমতিপত্র দেখাতে পারেনি। এ ছাড়া প্রয়োজনীয় প্রশিক্ষিত জনবলও প্রতিষ্ঠানটির নেই। মানুষের জীবন ও নিরাপত্তা বিপন্ন করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা এবং একই সঙ্গে সিলগালা করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন