Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


চট্টগ্রামে দগ্ধ দুই সন্তানসহ মায়ের মৃত্যু

Main Image

মশার কয়েল থেকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে


চট্টগ্রাম নগরীতে বসতঘরে মশার কয়েল থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে দুই সন্তানসহ এক নারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন– নূর নাহার বেগম (৩০), তার দুই বছরের ছেলে মোহাম্মদ মারুফ ও সাড়ে তিন বছরের মেয়ে ফিরিয়া।

রবিবার (২৮ মে) ভোরে নগরীর অক্সিজেন মোড় সংলগ্ন শহীদ নগর এলাকায় ইব্রাহীমের বাসায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে বায়েজিদ বোস্তামী থানার পরির্দশক (তদন্ত) মোহাম্মদ হোসাইন জানান। তিনি বলেন, ‘ওই বাড়িতে মশার কয়েল থেকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস আমাদের জানিয়েছে।’

নূর নাহারের স্বামীর নাম মো. মানিক। দুই ছেলেমেয়েকে নিয়ে শহীদ নগর এলাকার ইব্রাহীমের বাসায় ভাড়া থাকতেন তারা। প্রথমে বলা হয়েছিল গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তারা দগ্ধ হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক মো. রফিক উদ্দিন জানান, মারুফ, ফিরিয়া, তাদের মা নূর নাহার বেগম এবং ইমাম উদ্দিন নামের এক ব্যক্তিকে সকালে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়।

বার্ন ইউনিটে আনার পরপরই মারুফের মৃত্যু হয়। আর বেলা ১টার দিকে মারা যায় ফিরিয়া এবং তার মা নূর নাহার। ফিরিয়া ও নূর নাহারের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান এ চিকিৎসক।

রফিক উদ্দিন জানান, আহত ইমাম উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে ইমামউদ্দিনের পরিচয়ের বিস্তারিত পুলিশ এখনও জানতে পারেননি।

আরও পড়ুন