Ad
Advertisement
Doctor TV

শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬


চট্টগ্রামে বিস্ফোরণে শিশুসহ চারজন দগ্ধ

Main Image

হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে


চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। রবিবার (২৮ মে) ভোরে শহরের সৈয়দ পাড়ায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন– নূর নাহার বেগম (৩০), তার ছেলে মারুফ (১) ও মেয়ে ফিরিয়া (৩) এবং ঈমাম উদ্দিন (২৩)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, ভোরে বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন