Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


রোগীদের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, দালাল গ্রেপ্তার

Main Image

গ্রেপ্তার দালাল মো. স্বপন


নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে মো. স্বপন (৪৫) নামের এক দালালকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তিনি সরকারি হাসপাতালে আগত রোগীদের উন্নত চিকিৎসার কথা বলে প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিতেন তিনি। 

শুক্রবার (২৬ মে) রাতে এক বিশেষ অভিযানে তাকে হাসপাতালের মূল ফটক থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত মো. স্বপন সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পশ্চিম মাইজদী গ্রামের মৃত হাফেজ আহম্মদ পাটওয়ারীর ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানায়, মো. স্বপন দীর্ঘদিন সদর হাসপাতালে আগত রোগীদের মিথ্যা প্রলোভন দেখিয়ে, প্রাইভেট হাসপাতালে ভালো ডাক্তারের কাছে নিয়ে ভর্তি করাবে, অল্প খরচে পরীক্ষা-নিরীক্ষা করাবে বলে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করতেন এবং প্রাইভেট হাসপাতালের কাছ থেকে রোগী প্রতি কমিশন নিতেন। 
 
নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ জানান, জিজ্ঞাসাবাদে স্বপন দালাল চক্রের সক্রিয় সদস্য বলে জানায়। তারা হাসপাতালের আশপাশের এলাকায় অবস্থান নিয়ে রোগী আসতে দেখলে তারা এগিয়ে গিয়ে রোগীর ভালো চিকিৎসার সেবার নাম করে তাদের পরিবার থেকে বিভিন্ন উপায়ে অর্থ হাতিয়ে নেয়। আসামির পকেটে হাসপাতালে রোগী ভর্তি করানো একটি টোকেন পাওয়া। তাকে আগামীকাল সকালে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন