Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ইউক্রেনের হাসপাতালে রুশ হামলা

Main Image

ইউক্রেনের দিনিপ্রো শহরের একটি মেডিকেল ক্লিনিকে রাশিয়ার সেনাদের ক্ষেপণাস্ত্র হামলায় ১ জন নিহত হয়েছেন


ইউক্রেনের দিনিপ্রো শহরের একটি মেডিকেল ক্লিনিকে রাশিয়ার সেনাদের  ক্ষেপণাস্ত্র হামলায় ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শিশুসহ কমপক্ষে ১৫ জন। হামলার খবর নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসি।

হামলায় বিধ্বস্ত ক্লিনিকের ভিডিও পোস্ট করেছেন জেলেনস্কি। তিনি বলেন, রুশ সন্ত্রাসীরা আরও একবার মানবিক ও সৎ কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের যোদ্ধাদের অবস্থান জানান দিল।

এর আগে আঞ্চলিক গভর্নর সেরিহি লিসাক বলেন, বৃহস্পতিবার রাতে শহরে হামলা চালায় রাশিয়া। সেখানে শত্রুদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিকট আওয়াজ শোনা গেছে। 

আরও পড়ুন