Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


করোনার নতুন ধরন নিয়ে চীনে উদ্বেগ

Main Image

জুনের প্রতি সপ্তাহে চীনে সাড়ে ৬ লাখ মানুষ করোনায় আক্রান্ত হতে পারে


আগামী জুনে করোনাভাইরাসের সংক্রমণ তীব্র হতে পারে বলে আশঙ্কা করছে চীন। ভাইরাসটির নতুন ধরন ‘এক্সবিবি’ শক্তিশালী হয়ে ওঠায় উদ্বেগ তৈরি হয়েছে। সরকার এখন নতুন ভ্যাকসিন তৈরিতে তাড়াহুড়ো করছে।

এনডিটিভি বলেছে, জুনের প্রতি সপ্তাহে চীনে সাড়ে ৬ লাখ মানুষ করোনায় আক্রান্ত হতে পারে। গত বছর চীন তার ‘জিরো কভিড’ নীতি থেকে হঠাৎ সরে আসে।

নেতৃস্থানীয় চীনা মহামারী বিশেষজ্ঞ ঝং নানশান বলেন, ‘এক্সবিবি ওমিক্রন উপ-ধরনের জন্য দুটি নতুন টিকা অনুমোদন পেয়েছে। আরও তিন থেকে চারটি ভ্যাকসিন শিগগিরই অনুমোদন পাবে।’

চীনের কর্মকর্তারা দাবি করছেন, এখনকার প্রাদুর্ভাবে ভয়াবহতা কম হবে। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চীনের বিপুল বয়স্ক মানুষের মৃত্যুহার কমাতে চাইলে জোরালো টিকাদান কর্মসূচির পাশাপাশি হাসপাতালকেও প্রস্তুত থাকতে হবে।

বেইজিং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে, নতুন ধরনে সংক্রমণের হার এপ্রিল থেকেই বেশি। এপ্রিলের শেষ দুই সপ্তাহে প্রচলিত সংক্রামক রোগ হিসেবে ফ্লুকে ছাড়িয়ে গেছে করোনা।

আরও পড়ুন