Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


কুমিল্লা সফরে স্বাস্থ্যের ঊর্ধতন কর্মকর্তারা 

Main Image

কুমিল্লা সফরকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা: রাশেদা সুলতানাকে কুমিল্লা জেলা ইউএইচএফপিও ফোরাম এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়


কুমিল্লার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সফর করলেন স্বাস্থ্যের কয়েকজন ঊর্ধতন কর্মকর্তা। বুধবার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা: রাশেদা সুলতানার নেতৃত্বে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়, কুমিল্লা আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট (RPTI), কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যের কর্মকর্তারা।


এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর (সিবিএইচসি)  ডা: কাইয়ুম তালুকদার, সিভিল সার্জন ডা: নাছিমা আকতার, ডেপুটি সিভিল সার্জন ডা: নিসর্গ মেরাজ চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন। 


সফরকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা: রাশেদা সুলতানাকে কুমিল্লা জেলা ইউএইচএফপিও ফোরাম এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

এ সময় কুমিল্লা জেলা ইউএইচএফপিও ফোরামের সভাপতি ও বরুড়ার ইউএইচএন্ডএফপিও ডা: কামরুল হাসান সোহেল, কুমিল্লা সদর দক্ষিণের ইউএইচএন্ডএফপিও ডা: মোহাম্মদ মেজবাহ উদ্দীন, দাউদকান্দির ইউএইচএন্ডএফপিও ডা: মো: তৌহিদ আল হাসান এবং কুমিল্লা আদর্শ সদরের ইউএইচএন্ডএফপিও ডা: নাবীল চৌধুরী উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন