Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


সফল অস্ত্রোপচারে আলাদা হলো জোড়ালাগা দুই শিশু

Main Image

সফল অস্ত্রোপচারের মাধ্যমে জোড়ালাগা হাসানা ও হাসিনাকে আলাদা করা হয়েছে


সৌদি আরবের রিয়াদে ১৪ ঘণ্টার সফল অস্ত্রোপচারের মাধ্যমে জোড়ালাগা দুই শিশুকে আলাদা করা হয়েছে। ২০২২ সালের ১২ জানুয়ারি হাসানা ও হাসিনা নামের এই দুই শিশুর জন্ম হয়।

তাদের পেট, পেলভিস, লিভার, অন্ত্র, মূত্র-প্রজনন সিস্টেম ও পেলভিক হাড়গুলো জোড়া লাগানো অবস্থায় ছিল।

৩৫ জন পরামর্শদাতা, বিশেষজ্ঞ, নার্স ও প্রযুক্তিগত কর্মীদের সমন্বয়ে গঠিত অস্ত্রোপচারের দলটির নেতৃত্বে ছিলেন রয়েল কোর্টের উপদেষ্টা এবং বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের সুপারভাইজার জেনারেল ডা. আবদুল্লাহ বিন আব্দুল আজিজ আল রাবিয়াহ।

রিয়াদের ন্যাশনাল গার্ডের কিং আবদুল আজিজ মেডিকেল সিটির কিং আবদুল্লাহ স্পেশালিস্ট হসপিটাল ফর চিলড্রেন-এ এই অস্ত্রপচার সম্পন্ন হয়েছে।

আল রাবিয়াহ জানিয়েছেন, বাদশাহ সালমানের নির্দেশনায় ১৪ ঘণ্টায় আট ধাপে অস্ত্রপচার করে তাদের আলাদা করা সম্ভব হয়।

এই অস্ত্রোপচারের মাধ্যমে বড় অর্জন দেখলো সৌদির ‘জোড়া লাগানো শিশু আলাদা করার প্রোগ্রাম’। কারণ তার গত ৩৩ বছরে ২৩ দেশের ১৩০টি এরকম ঘটনার তত্ত্বাবধান করেছে এবং ৫৫টি আলদা করেছে।

হাসানা ও হাসিনাকে আলাদা করা তাদের ৫৬তম সফল অস্ত্রোপচার। এর মাধ্যমে বিশ্বজুড়ে সৌদির চিকিৎসা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতির বিষয়টি প্রদর্শিত হয়েছে বলেও জানানো হয়।

সূত্র: গাল্ফ নিউজ

আরও পড়ুন