Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


মধ্যরাতে ক্যান্সার হাসপাতালে ইমরান খান

Main Image

ইমরান খান


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান হাসপাতালে গেছেন। শুক্রবার (১৯ মে) মধ্যরাতে লাহোরের শওকত খানম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে যান তিনি।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পক্ষ থেকে বলা হয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য দলীয় প্রধান ইমরান খান হাসপাতালে গেছেন। স্থানীয় সময় শুক্রবার রাত ১টা ৩৫ মিনিটে করা টুইটে এ তথ্য জানানো হয়েছে।

প্রায় চার ঘণ্টা হাসপাতালে থেকে, নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে ইমরান হাসপাতাল থেকে ছাড়া পান। এরপর তিনি লাহোরের জামান পার্কের নিজ বাড়িতে ফিরে আসেন।

টুইটে একটি ভিডিও যুক্ত করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, গাড়িবহর নিয়ে লাহোরের জামান পার্কের বাসভবন থেকে হাসপাতালের উদ্দেশে বের হন ইমরান খান।

আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় ৯ মে রাজধানী ইসলামাবাদে ইমরান খান গ্রেপ্তার হন। তবে তিনি এখন জামিনে লাহোরে জামান পার্কের বাড়িতে আছেন।

ইমরান খানের গ্রেপ্তারের জেরে পাকিস্তানজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। এর পর থেকে পিটিআই নেতাকর্মীর ওপর ধরপাকড় অব্যাহত রেখেছে পুলিশ।

আরও পড়ুন