Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


৩০০তম হৃদরোগী সেবা পেল সাহাপার স্বাস্থ্য কমপ্লেক্সে

Main Image

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাহাপার, নওগাঁ


হাসপাতালে আসা হৃদরোগীদের জরুরী বিভাগ থেকেই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত ওষুধ দেয়া হচ্ছে নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এতে অনাকাঙ্খিত মৃত্যুর হাত থেকে বেঁচে যাচ্ছেন অনেকে। আজ বৃহস্পতিবার ৩০০তম রোগীকে এই সেবা দেয়া হয়েছে বলে ডক্টর টিভি অনলাইনকে জানিয়েছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ও সাপাহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন।

তিনি বলেন, ২০২১ সালের সেপ্টেম্বর মাস থেকে Acute Coronary Syndrom (ACS) বা সাধারণের ভাষায় "হার্ট এটাক" এর জন্য অতি জরুরী ওষুধের কম্বোপ্যাক চালু রয়েছে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। হার্ট এটাকের লক্ষণ প্রকাশের পর দ্রুততম সময়ে এই ওষুধগুলোর সঠিক ব্যবহার হার্ট এটাকজনিত মৃত্যুঝুঁকি ৫০% পর্যন্ত কমিয়ে দিতে পারে। এমন লক্ষণ নিয়ে আমাদের জরুরী বিভাগে আসা রোগীকে ক্লিনিক্যালি  এবং ইসিজি র মাধ্যমে তাৎক্ষনিক যাচাই করে দ্রুত এই ওষুধগুলো দেওয়া হয়।

 347793471_1307970283262624_5008504211537479209_n

তিনি আরও বলেন, একটা প্রান্তিক উপজেলায় হার্ট এটাকের রোগীকে দেওয়া এই জীবন রক্ষাকারী উপহার এলাকার মানুষের জন্য আশির্বাদ সন্দেহ নেই। এমন এক্সক্লুসিভ এবং অতি প্রয়োজনীয় সেবা চলমান রাখতে আমরা বদ্ধপরিকর। এই ক্ষুদ্র প্রচেষ্টায় প্রতিজন রোগীই যেন রক্ষা পান- এটাই প্রার্থনা।

আরও পড়ুন