১৮ মে বিএসএমএমইউ উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রেসিডেন্সি প্রোগ্রামে অধ্যয়নরত ৮ চিকিৎসককে বিনা বেতনে তিন বছরের ছুটির অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৮ মে) বিএসএমএমইউ উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সি প্রোগ্রামে অধ্যয়নরত বেসরকারি ৮ চিকিৎসক ৪২তম বিসিএস এর মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করায়, তাদের আবেদনের প্রেক্ষিতে প্রেষণাদেশ প্রাপ্তি স্বাপেক্ষে স্ব কোর্সে ফিরে আসার পর্যন্ত রেসিডেন্টের ছুটির সংশোধিত অধ্যাদেশ ২০১৭ এর ৬ (ঙ) ধারা মোতাবেক কোর্স থেকে তিন বছর বিনা বেতনে/ বিনা পরিতোষিকে অসাধারণ ছুটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন করা হয়েছে।
আবেদনকারী চিকিৎসকদের সরকারি প্রেষণাদেশ নিয়ে নামের পাশে উল্লিখিত তারিখে মধ্যে পুণরায় স্ব স্ব কোর্সে যোগদান করবেন। অন্যথায় বিধি মোতবেক তাদের ভর্তি হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
আরও পড়ুন