Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


স্বাস্থ্যের দুই কর্মকর্তাকে বদলি

Main Image

১৫ মে স্বাস্থ্য মন্ত্রণালয়র এক আদেশে এ তথ্য জানানো হয়।


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (১৫ মে) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মো. মোহসিন উদ্দীন স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন চিকিৎসক ডা. মো.মোবারক হোসেন তানভীরকে নোয়াখালীর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার পদ হতে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বেগম আশরাফুন্নেছা হাসেম ১০ শয্যা বিশিষ্ট ইউনিয়ন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার হিসেবে বদলি করা হলো।

অপর প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক কারণে বিসিএস (পরিবার পরিকল্পনা) ক্যাডারের চিকিৎসক ডা. মো. আব্দুল মঈদকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মেডিকেল অফিসার পদ হতে একই উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার হিসেবে বদলি করা হলো।

→প্রজ্ঞাপন দুটি দেখুন

আরও পড়ুন