Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


বিএসএমএমইউয়ে অধ্যাপক ডা. শামসুল আলমের জানাজা সম্পন্ন

Main Image

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডেন্টাল অনুষদের সাবেক ডীন, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডনটিকস বিভাগের সাবেক চেয়ারম্যান দেশের প্রখ্যাত দন্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ শামসুল আলমের নামাজে জানাজা অনুষ্ঠিত


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডেন্টাল অনুষদের সাবেক ডীন, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডনটিকস বিভাগের সাবেক চেয়ারম্যান দেশের প্রখ্যাত দন্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ শামসুল আলমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ মে) সকাল ৮টায় বিএসএমএমইউ’র কেন্দ্রীয় মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদসহ তাঁর সাবেক সহকর্মীরা অংশ নেন। 

এরআগে, মঙ্গলবার (১৬ মে) রাত ৯টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন অধ্যাপক ডা. মোঃ শামসুল আলম। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ১ সন্তানসহ গুণী শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা বিএসএমএমইউ’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন,  স্বনামধন্য শিক্ষক অধ্যাপক ডা. মোঃ শামসুল আলম এ দেশের মানুষের মুখ ও দন্তরোগের চিকিৎসাসেবা, দন্তরোগের আধুনিক চিকিৎসা বিজ্ঞানের শিক্ষা ও গবেষণায় গৌরবোজ্জ্বল অবদান রেখে গেছেন।

মরহুম অধ্যাপক ডা. মোঃ শামসুল আলমকে আজ বুধবার টাঙ্গাইল জেলার নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আরও পড়ুন