Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


রেলের সাবেক ডিএমও ডা. রফিকুল হোসেন আর নেই

Main Image

ডা. মো. রফিকুল হোসেন খোকন।


না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ রেলওয়ের সাবেক ডিভিশনাল মেডিকেল অফিসার (ডিএমও) ডা. মো. রফিকুল হোসেন খোকন। মঙ্গলবার (১৬ মে) বেলা ১২ টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ডা. রফিকুল হোসেনের খালাতো ভাই খুরশিদুজ্জামান আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আমার বড় খালার ছেলে ডা. রফিকুল হোসেন আজ বেলা ১২ টায় সিএমএইচে মারা গেছেন। আগামীকাল বুধবার (১৭ মে) কালীগঞ্জের নিজ বাড়িতে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

গুণী এ চিকিৎসকের মৃত্যুতে তাঁর সহপাঠী ও সহকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন