Ad
Advertisement
Doctor TV

শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬


ওষুধের মোড়কে ফেনসিডিল বিক্রি করেন 'আয়ুর্বেদিক চিকিৎসক'!

Main Image

গ্রেপ্তার মো. জাহাঙ্গীর আলম ও আজগর আলী ওরফে সনু


ওষুধের মোড়কে ফেনসিডিল বিক্রির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে মিরপুর মডেল থানার মিজান টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. জাহাঙ্গীর আলম (৪৫) এবং তার সহযোগী আজগর আলী ওরফে সনু (৩৪)।

মিরপুর মডেল থানার ওসি মো. মহসীন গণমাধ্যমকে জানান, ফেনসিডিল বিক্রির অভিযোগে মো. জাহাঙ্গীর আলম এবং আজগর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ওষুধের মোড়কের আড়ালে কৌশলে ফেনসিডিল বিক্রি করেন।

ওসি মহসীন জানান, গ্রেপ্তার জাহাঙ্গীর পেশায় একজন আয়ুর্বেদিক চিকিৎসক। চুয়াডাঙ্গার দামুড়হুদায় তার চেম্বার রয়েছে। সেখানে তিনি ডাক্তার হিসেবেই পরিচিত। কিন্তু ঢাকায় মাদকসেবীদের কাছে তিনি পরিচিত ফেনসিডিল বিক্রেতা হিসেবে। তিনি চুয়াডাঙ্গা থেকে কুরিয়ারের মাধ্যমে ফেনসিডিল আনেন এবং ঢাকায় বিক্রি করেন। কেউ যেন সন্দেহ না করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে তিনি ফেনসিডিল আনেন ওষুধের মোড়কে।

ওসি জানান, গতকালও তিনি ‘তুলসী’ নামে একটি কাশির সিরাপের মোড়কের ভেতরে ফেনসিডিল আনেন। গোপন সংবাদের ভিত্তিতে কল্যাণপুর মিজান টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন