Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


রামেবির বিডিএস প্রথম ও দ্বিতীয় প্রফের ফল প্রকাশ

Main Image

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়


রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর বিডিএস প্রথম ও দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষা মে-২০২২ এর ফল প্রকাশিত হয়েছে। 

রোববার (১৪ মে) ফলাফল প্রকাশিত হয়। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রামেবি অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর মে-২০২২ এর প্রথম ও দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো।

ফলাফল সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে প্রকাশিত হয়েছে। কোনো অসঙ্গতি দেখা দিলে ফলাফল সংশোধন বা বাতিল করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মে-২০২২ প্রথম প্রফ পরীক্ষায় অংশ নেওয়া ৩১২ পরীক্ষার্থী মধ্যে পাস করেছেন ১৫৭ জন। পাসের হার ৫০ দশমিক ৩২ শতাংশ। আর দ্বিতীয় প্রফ পরীক্ষায় ২৩৬ জনের মধ্যে পাস করেছেন ১৮৭ জন। পাসের হার ৭৯ দশমিক ২৪ শতাংশ।

১ম ও ২য় প্রফের রেজাল্ট দেখুন

আরও পড়ুন